October 22, 2025
নেতানিয়াহু-1

আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী য়োয়াভ গ্যালান্ট এর বিরুদ্ধে গাজার সংঘর্ষের সময় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ মামলার গ্রেপ্তার ওয়ারেন্ট বাতিলের অনুরোধ খারিজ করেছে।

ICC প্রথমে নভেম্বর ২০২৪ সালে এই গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করেছিল। পরে ইসরায়েল আদালতে আপিল করে ওয়ারেন্ট প্রত্যাহার বা স্থগিত করার দাবি জানায়, পাশাপাশি মামলার ক্ষেত্রে ICC-এর এখতিয়ারের বিরোধিতা করে।

তবে ২০২৫ সালে ICC-এর প্রাক-পরীক্ষামূলক চেম্বার I ইসরায়েলের অনুরোধ অস্বীকার করে নিশ্চিত করেছে যে ওয়ারেন্টগুলো কার্যকর এবং বৈধ।

যদিও আলাদা আপিল প্রক্রিয়ায় এখনও এখতিয়ারের প্রশ্ন বিবেচনা করা হচ্ছে, আদালত স্পষ্ট জানিয়েছে যে তদন্ত এবং ওয়ারেন্টগুলো অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *