October 23, 2025
tbn24-20251021214035-21-tbn24-20251015063302-9968-germany - 2025-10-15T122818.741

‘আমরা যখন যাব, সে টাইমও আমরা কাউন্ট করব না। আমরা যেদিন আসব, ওই টাইমও আমরা কাউন্ট করব না।’

অ্যামেরিকার পাসপোর্ট নিয়ে বাইরের কোনো দেশে যাওয়া ও ফেরার মাঝখানে ছয় মাস সময় গণনা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। সে সংক্রান্ত একটি প্রশ্ন সার্টিফায়েড প্যারালিগ্যাল বেলায়েত হোসেন বেলালকে করেছেন টিবিএন ভিউজের সঞ্চালক রানা আহমেদ।

আইনের আলোকে উত্তর দিয়েছেন অতিথি।

টিবিএন: পাসপোর্টের মেয়াদ কত দিন থাকা অবস্থায় আমি বিদেশে বা বাইরে যেতে পারব, ট্রাভেল করতে পারব? যাওয়ার সময় এবং আসার সময় কোনটা ধরা হবে মেয়াদটাকে? বিশেষ করে ছয় মাসের কথা বলা হয়। এটি আপনি একটু ব্যাখ্যা করবেন।

বেলায়েত হোসেন বেলাল: ধন্যবাদ আবারও আপনাকে, রানা ভাই। অনেকেই কনফিউজ থাকে, আমাদের কাছে, প্রায় কোশ্চেনটা আসে যে, সিক্স মান্থ ভ্যালিডেশন আমার কি যাওয়ার সময় থাকতে হবে, না আসার সময়, না যখন আমরা জার্নি কমপ্লিট করব, তখন থেকে সিক্স মান্থ।

যদি ওয়ান ওয়ে হয়, আপনি যদি দেশে যান, তাইলে যদি সেটা আপনার ইউএস পাসপোর্ট হোক, বাংলাদেশের পাসপোর্ট হোক, আপনাকে সিক্স মান্থ থাকতে হবে। লেট সি আজকে জানুয়ারির ১০ তারিখ (ফর) এক্সাম্পল। তাইলে আপনাকে জুলাইয়ের ১১ পর্যন্ত আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে ট্রাভেল করার জন্য।

এবার যদি আপনার ট্রাভেলিংটা হয় টু ওয়ে, আপনি যাচ্ছেন জানুয়ারির ১০। আপনি ফিরবেন মার্চের ৭। তাহলে সেপ্টেম্বরের আট পর্যন্ত আপনার ভ্যালিড থাকতে হবে।

আপনি যখন ফিরবেন মার্চ, হিসাব কিন্তু মার্চ হবে না। ওই দিন থেকে, যেদিন আপনার যাত্রা ফিরে আসা, তখন থেকে এডিশনাল সিক্স মান্থ।

তাইলে আপনাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হবে। আমরা যখন যাব, সে টাইমও আমরা কাউন্ট করব না। আমরা যেদিন আসব, ওই টাইমও আমরা কাউন্ট করব না।

আসা থেকে সিক্স মান্থ এক্সট্রা। জার্নি কমপ্লিট থেকে সিক্স মান্থ এক্সট্রা আপনার পাসপোর্ট ভ্যালিড থাকতে হবে। সেটা ইউএস পাসপোর্ট হোক, পরে বাংলাদেশি পাসপোর্ট হোক।

কারও কারও কোশ্চেন থাকে, আমার তো বাংলাদেশের পাসপোর্ট, আমি বাংলাদেশে যাচ্ছি। সেম থিং।

যদি কারও এ রকম হয় নিতান্তই ট্রাভেলিং করতে হয়, যদি বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে হয়, কনস্যুলেট থেকে একটা ট্রাভেল ডকুমেন্ট ওরা দেয়, এক পাতার। সেটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন; কোনো সমস্যা নাই। ইভেন দেশে আপনি রিনিউ করেও কিন্তু আসতে পারবেন। সেটা ওয়ান ওয়ে হোক আর টুয়ে হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *