October 23, 2025
n-35-68f937d096b8c

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত ৪২ জন। বুধবার (২২ অক্টোবর) দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য নাইজারের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে তেলবাহী গাড়িটি। এতে গুরুতর আহত হয়েছে আরও অর্ধশতাধিক। খবর, বিবিসি’র।

নিয়ন্ত্রণ হারানোর কিছু সময় পরই আগুনের সূত্রপাত। তবে, গ্রামবাসীরা উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে ছিটকে রাস্তায় পড়ে থাকা জ্বালানি সংগ্রহ করতে ছুটে গেলে হঠাৎই বিস্ফোরিত হয় গাড়িটি। যার ফলে ভয়াবহ আগুন লেগে তাদের গ্রাস করে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় অন্তত আরও ৫২ জন। আগুন নিয়ন্ত্রণে তৎপর হয় ফায়ার সার্ভিস।

হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। ঘটনাটি নিশ্চিত করে দেশটির কেন্দ্রীয় সড়ক নিরাপত্তা সংস্থা।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ উমারু বাগো এই ঘটনাকে ‘উদ্বেগজনক, দুর্ভাগ্যজনক এবং করুণ’ বলে বর্ণনা করে জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মূলত রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়া সড়কে ভারী যানবাহন চলাচলই দুর্ঘটনার কারণ বলে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৫৩ জন নিহত হন। এমনকি চলতি বছরের জানুয়ারিতেও একই রকম দুর্ঘটনায় ৮০ জনের অধিক প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *