October 22, 2025
tbn24-20251021232149-186-flight (1)

‘ঢাকা এয়ারপোর্টে আমাদের দুইটা ডেস্ক আছে। একটা হচ্ছে লেফট সাইড, একটা রাইট সাইডে অনঅ্যারাইভালে। সো কোনো কনফিউশন নাই।’

অ্যামেরিকার নাগরিক হওয়ার পর বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে নো ভিসা রিকোয়ার্ড সিল জরুরি কি না, সে সংক্রান্ত একটি প্রশ্ন সার্টিফায়েড প্যারালিগ্যাল বেলায়েত হোসেন বেলালকে করেছেন টিবিএন ভিউজের সঞ্চালক রানা আহমেদ। আইনের আলোকে উত্তর দিয়েছেন অতিথি।

টিবিএন:…যারা নতুন আমরা পাসপোর্ট পাই, যারা অ্যামেরিকান সিটিজেন হওয়ার পরে তাদের বাংলাদেশে যদি যেতে হয়, নো ভিসা রিকোয়ার্ড একটা সিল লাগাতে হয়। এটা খুবই কি জরুরি? যদি আমি না লাগাতে পারি, জরুরি প্রয়োজনে আমাকে যেতে হয়, সে ক্ষেত্রে বাংলাদেশের এয়ারপোর্টে গেলে কোনো সমস্যা হয় কি না বা কী ধরনের ব্যবস্থা নিতে হয় এবং এগুলো করার প্রক্রিয়াটা কী কী?

বেলায়েত হোসেন বেলাল: আপনার সেকেন্ড কোশ্চেন ছিল পাসপোর্টের নো এন্ট্রি রিকোয়ার্ড ভিসা সিল নিয়ে। ওইটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে। যেমন নো এন্ট্রি না ইমারজেন্সি দেশে যেতে হবে। আমি কি যেতে পারব না? কনফিউজের কোনো কারণ নাই। আমি, আপনি, আমরা যারা বাংলাদেশ কনস্যুলেট চিনি, সে জায়গায় হয়তো আমরা যাই সিল নেওয়ার জন্য।

এ দেশের অন্য নাগরিক যদি বাংলাদেশে যায়, আমরা প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু ১০/১৫ জন বিদেশি যাত্রী পাই। সবাই কি বাংলাদেশ কনস্যুলেটে আসে ভিসা নেওয়ার জন্য? না, আসে না।

ওরা জানে, অনঅ্যারাইভাল আসে। আমি, আপনি, আমাদের মাথায় কনফিউজটা কোথায়? বিকজ অফ আমরা বাঙালি, আমরা বাঙালি ছিলাম। ন্যাশনালিটি যখন চেঞ্জ হয়ে গেল, ইয়েস, আপনি বাঙালি, আমি বাঙালি। ন্যাশনালিটি আপনার চেঞ্জ হয়ে গেছে। সেই হিসেবে আপনি অনাঅ্যারাইভাল পাচ্ছেন।

ঢাকা এয়ারপোর্টে আমাদের দুইটা ডেস্ক আছে। একটা হচ্ছে লেফট সাইড, একটা রাইট সাইডে অনঅ্যারাইভালে।

সো কোনো কনফিউশন নাই। ইয়েস, যদি একবার অনঅ্যারাইভাল এ জায়গা থেকে না নিয়ে এ জায়গায় নো রিকোয়ার্ড ভিসা যদি করে নেন, যে ফ্যাসিলিটিজটা আপনার থাকবে, সেটা টেন ইয়ার্সের জন্য। ওই জায়গায় আপনাকে একবার দেবে এবং অনলি থার্টি ডেইজ।

এখন যদি আপনার যাত্রা নাইনটি ডেজ হয় অর সিক্সটি ডেজ হয়, তখন কিন্তু আপনার ওইটা চলবে না।

আপনাকে থার্টি ডেজের ভিসা অনঅ্যারাইভাল দিবে, অনলি ঢাকা এয়ারপোর্ট।

টিবিএন: তখন বিকল্প কী আছে?

বেলায়েত হোসেন বেলাল: সে জন্যই আপনাকে থার্টি ডেজের মধ্যে যাত্রা করতে হবে অর আপনাকে নো রিকোয়ার্ড ভিসা সিল থাকতেই হবে। যদি নো রিকোয়ার্ড ভিসা আপনি একবার করেন, এটা ভ্যালিড আপনার যতদিন পাসপোর্ট আছে, সেটা ১০ বছরের জন্য। আর ওই জায়গায় আপনি সেইম পেমেন্ট দেবেন ইচ টাইম সিঙ্গেল এন্ট্রির জন্য।

টিবিএন: কত পেমেন্ট, কত ডলার?

বেলায়েত হোসেন বেলাল: আগে ছিল ফিফটি। এখন সেটা এইটিএইট ডলার। ওকে। বাট পরিস্থিতির শিকার। কেউ যদি কোনো কারণে, এখন লেট’স সে, আজকে শুক্রবার। রাত বাংলাদেশ থেকে আপনার একটা কল আসছে যে, আপনার রিলেটিভ কেউ অসুস্থ, আপনাকে যেতে হবে।

সামহাউ নো ভিসা রিকোয়ার করবেন। আজকে করবেন, কালকে করবেন। সামহাউ হয় নাই করা, বাট আপনাকে ইমারজেন্সি যেতে হচ্ছে। আপনি কি পারবেন? ডেফিনেটলি আপনি পারবেন। আপনি অনঅ্যারাইভাল পাবেন। আপনি যেতে পারবেন, বাট নো ভিসা আপনার রিকোয়ার্ড নাই, সে জন্য আপনার জার্নি ক্যান্সেল করার দরকার নাই। গ্যারান্টি আপনি পাবেন।

আবার আপনি রিনিউ করতে হবে। আপনি যদি কোনো কারণে এক্সটেন্ড করতে চান, এক্সটেন্ড করতে পারবেন। এরপরে আবার আপনাকে রিনিউ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *