October 22, 2025
image_234174_1761158672

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন—আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিনি জামায়াতসহ সক্রিয় সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের। প্রতিনিধিদলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম ও রফিকুল ইসলাম খান।

সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *