October 22, 2025
বিএনপির-গণমিছিল

মাগুরার মহম্মদপুর উপজেলা শাখা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় মিছিলটি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় গণমিছিল।

বিএনপির ৩০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মাগুরা-মহম্মদপুর সড়কের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িক যান চলাচলে স্থবিরতা সৃষ্টি হয়।

গণমিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। এসময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্যসচিব আক্তারুজ্জামান আক্তার, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুচ আলী সরদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করার’ আহ্বান জানান।

নেতারা বলেন, গণমিছিল বিশাল আকার ধারণ করে। মিছিলে ৩০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। সরকারের দমন-পীড়ন, গ্রেপ্তার ও হয়রানি সত্বেও বিএনপির প্রতি জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *