October 23, 2025
চসিক

ফিল্ডবুক ঘষামাজা করে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনায় দুই কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (২২ অক্টোবর) পৃথক চারটি আদেশে তাদের সাময়িক বরখাস্ত ও অব্যাহতি দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

বরখাস্তদের মধ্যে রয়েছেন রাজস্ব বিভাগের কর কর্মকর্তা নুরুল আলম ও উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন। আর দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন রাজস্ব বিভাগের হিসাব সহকারী মঞ্জুর মোর্শেদ, রূপসী রাণী দে ও আহসান উল্লাহ।

বরখাস্তের আদেশে বলা হয়, নগরীর দুটি প্রতিষ্ঠানের রাজস্ব আদায়ে ফিল্ডবুকে ঘষামাজা করে টাকার অঙ্ক কমানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। এক আদেশে উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে— তিনি ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার স্থলে ফিল্ডবুকে প্রথম সংখ্যা ‘২’ মুছে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা দেখান।

আরেক আদেশে কর কর্মকর্তা নুরুল আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে— তিনি একটি প্রতিষ্ঠানের ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকার স্থলে ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা এবং অন্য প্রতিষ্ঠানের ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকার স্থলে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখিয়ে রাজস্ব আদায় করেন।

উভয় আদেশে বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী তারা খোরাকি ভাতা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *