October 24, 2025
image_234469_1761247968

ওয়ানডে সিরিজ জয়ে নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে আলোচনার কেন্দ্রবিন্দু নিঃসন্দেহে এক তরুণ লেগ স্পিনার—রিশাদ হোসেন। ক্যারিবীয় ব্যাটারদের ছটফট করিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে তুলে নিয়েছেন ১২ উইকেট, যা কেবল সিরিজের নয়, বিশ্ব ক্রিকেটের ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছে।

ঢাকায় শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। আর সেই জয়ের পেছনে রিশাদের বলই যেন ছিল আসল পার্থক্য। তিন ম্যাচে তার উইকেটসংখ্যা এখন নতুন মাইলফলক—তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্পিনার হিসেবে সর্বাধিক ১২ উইকেট।

এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের তারকা রশিদ খানকে, যিনি ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসেও রিশাদ এখন শীর্ষে। দেশের মাটিতে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরাফাত সানির ১০ উইকেটের রেকর্ডও ভেঙেছেন তিনি।

প্রথম ওয়ানডেতে রিশাদের ফাইফার (৬ উইকেট) দলকে এনে দিয়েছিল একতরফা জয়। দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পেলেও জয়ের দেখা পায়নি দল। কিন্তু আজ, সিরিজের নির্ধারণী ম্যাচে আবারও তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করেন এই তরুণ।

তার ১২ উইকেট কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের ঘূর্ণিবোলিংয়ে নতুন আশার প্রতীক।

মাত্র কয়েক মাস আগেও যাকে বলা হচ্ছিল ভবিষ্যতের তারকা, সেই রিশাদ এখন বর্তমানের আলোচিত নাম—যিনি লেগ স্পিনে বাংলাদেশের নতুন ধারার প্রতিনিধি হয়ে উঠেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে তার ধারাবাহিকতা যেমন অনুপ্রেরণার, তেমনি ইঙ্গিত দেয়—বাংলাদেশ দলে আবারও এক নতুন স্পিন সেনসেশন জন্ম নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *