October 23, 2025
k,

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি তারেক জুবায়ের। তার স্থলাভিষিক্ত হিসেবে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে জানানো হয়, ডিএমপির প্রসিকিশন বিভাগের উপপুলিশ কমিশনার তারেক জুবায়েরকে ডিএমপির ক্রাইম বিভাগ এবং ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে প্রসিকিশন বিভাগে পদায়ন করা হলো।

আর আগে দৈনিক যুগান্তর ঢাকার আদালতে প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের বিরুদ্ধে ঘুস গ্রহণ, বদলি বাণিজ্য ও বন্দিদের অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করে। প্রসিকিউশন বিভাগের ওই কর্মকর্তারা আদালতের জিআর (সাধারণ নিবন্ধন) শাখার নথি আটকে বিচারপ্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দিদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার জন্যও ঘুস নিতেন।

আদালতে কর্মরত পুলিশের একজন সাব-ইন্সপেক্টরের (এসআই) নেতৃত্বে চলতো এ ঘুস বাণিজ্য। এসবের সঙ্গেও ডিসি প্রসিকিশনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *