যুক্তরাষ্ট্রের নাগরিকদের একটি বড় অংশ মনে করেন, দেশটির এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া উচিত। সাম্প্রতিক এক রয়টার্স-ইপসোস জনমত জরিপে উঠে এসেছে এই তথ্য।
জরিপ অনুযায়ী, ডেমোক্রেট দলের ৮০ শতাংশ এবং রিপাবলিকান দলের ৪১ শতাংশ অংশগ্রহণকারী ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।
এছাড়া ৬০ শতাংশ মার্কিনি মনে করছেন, গাজায় ইসরায়েল অতিরিক্ত মাত্রায় প্রতিক্রিয়া দেখিয়েছে। ছয় দিনব্যাপী এই জরিপটি পরিচালনা করেছে জরিপ সংস্থা ইপসোস, যার ফলাফল প্রকাশ করেছে রয়টার্স।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে যেমন: যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে দেশটির নীতিগত অবস্থান নিয়ে এখন নতুনভাবে বিতর্ক শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
