October 23, 2025
Shahjalal-68fa2623c4e4c

ভয়াবহ অগ্নি দুর্ঘটনার তিন দিন পরও শাহজালাল বিমানবন্দরে পণ্য খালাসে হিমশিম খাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দীর্ঘ সময়ে পণ্য হাতে না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। দ্রুত শৃঙ্খলা না ফিরলে ভয়াবহ পণ্য জটের আশঙ্কা করছেন তারা।

ব্যবসায়ীদের উদ্বেগ আর উৎকণ্ঠার জায়গাই এখন বিমানবন্দরের নয় নম্বর গেট। আমদানি করা পণ্যে খালাসের একমাত্র গেট এটি। উড়োজাহাজ থেকে নামানোর পর সেই মালামাল খুঁজে বের করে দীর্ঘ পথ পেরিয়ে গেট পর্যন্ত আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

খুঁজে পাওয়া মালামাল দ্রুত খালাস করতে ব্যস্ত সময় পার করছেন কার্গো ভিলেজের কর্মকর্তা-কর্মচারীরা।এর মধ্যেই মালামাল বুঝে দেওয়া এবং নেওয়াতেই হিমশিম খাচ্ছেন সবাই।

এমন অবস্থার মধ্যেই বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা ঝটিকা সফরে আসেন অস্থায়ী ভিলেজ এলাকায়। কিন্তু গেটের বাইরে অপেক্ষায় থাকা ভুক্তভোগী ব্যবসায়ীদের সাথে কথা বললেনি তিনি।

তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার তদন্তের পাশাপাশি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *