ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার শর্তে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না ইসরায়েল। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তেলআবিবের টজোমেট ইনস্টিটিউট আয়োজিত এক সম্মেলনে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ মন্তব্য করেছেন।
বেজালেল স্মোতরিচ বলেন, যদি সৌদি আরব আমাদের বলে যে ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ হবে তবে আমরা বলব না ধন্যবাদ। আমার বন্ধুরা, তোমরা তোমাদের সৌদি মরুভূমিতে উট চালাতে থাকো, আর আমরা আমাদের অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রকে উন্নত করতে থাকব।
তার এই বিতর্কিত মন্তব্য এমন সময়ে এসেছে যখন ইসরায়েলি পার্লামেন্ট দখলকৃত পশ্চিম তীর সংযুক্ত করার একটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে।
তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, বিলটি আসলে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আনা হয়েছে।
লিকুদ পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, এ প্রস্তাব রাজনৈতিক ট্রলিং ছাড়া আর কিছু নয়। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক এবং গাজায় ইসরায়েলের অর্জিত সাফল্যকে ক্ষতিগ্রস্ত করার প্রচেষ্টা।
স্মোতরিচ ইসরায়েলের কট্টর-ডানপন্থী ধর্মীয় জায়নিস্ট পার্টির নেতা এবং দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কঠোর বিরোধী। তিনি মনে করেন, পশ্চিম তীর ইসরায়েলের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকারভুক্ত ভূমি এবং এটি সংযুক্ত করা জাতীয় কর্তব্য।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্মোতরিচের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে, যা মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করবে।
