October 24, 2025
মোস্তফা

বর্তমান অন্তর্বর্তী সরকার অন্যায়ের জনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি আরও বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

মোস্তফা বলেন, ‌‘প্রধান উপদেষ্টা (দায়িত্বে) এসেই বললেন যে, ওনার নিয়োগকর্তা ছাত্ররা। উনি এ কথা বলার মধ্যেই তো পক্ষপাতিত্ব করলেন। শুধু কি ছাত্রদের আন্দোলনে এই অভ্যুত্থান হয়েছে? অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ছিল। অভ্যুত্থানে জাতীয় পার্টির নেতাকর্মীরা সম্মুখসারিতে ছিলেন। রংপুরে আমাদের দলের দুই নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী জেলে গিয়েছিলেন।’

অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু করেছে অভিযোগ করে জাপার এই নেতা বলেন, ‘আমাদের সংলাপে ডাকে না, সমাবেশ করতে দিচ্ছে না। যারা শেখ হাসিনার চিহ্নিত দালাল, যারা শেখ হাসিনার ছবি পোস্টারে লাগিয়ে রাজনীতি করেছে, তাদেরকে দিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করাচ্ছে। লাঙ্গল প্রতীক নিয়ে টালবাহানা করা হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।’

অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মোস্তফা বলেন, ‘দুই ছাত্র উপদেষ্টাকে পরিষদে রেখে তাদের অধীনে নির্বাচন হলে তা অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে জনগণ অন্তর্বর্তী সরকারকে টেনেহিঁচড়ে চেয়ারসহ বঙ্গোপসাগরে নিমজ্জিত করবে।’

মোস্তফা আরও বলেন, “জাতীয় পার্টি একসময় আন্দোলন করেছিল ‘নো এরশাদ, নো ইলেকশন’। জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।”

তিনি বলেন, ‘আমরা চাই দেশের মানুষ ভালো থাক, সাধারণ মানুষ ন্যায়বিচার পাক। একটা মামলার জন্য আজ আদালতে মাসের পর মাস মানুষ ঘুরছে। অন্য দলের আইনজীবীরা আদালত ফেস করতে পারছে না। জেলে রয়েছে এমন ব্যক্তিরা আদালতে যেতে পারছে না। আদালতে যাওয়ার পথে তাদের ওপর ডিম নিক্ষেপ করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে অসভ্য জাতি হিসেবে আমরা বিশ্বদরবারে পরিচিতি লাভ করছি।’

দেশের প্রেক্ষাপটে কোনো জায়গাতেই মানুষ স্বস্তিতে নেই মন্তব্য করে জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘মানুষের নিরাপত্তা নেই। পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে না, সচিবালয়-হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে না। কোনো জায়গায় শৃঙ্খলা নেই। এভাবে দেশ চলতে পারে না। সুশাসন নিশ্চিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হোক। সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে।’

তিনি বলেন, ‘আজ ঢাকায় বিনা উস্কানিতে পুলিশ আমাদের মিটিং ভেঙে দিয়েছে। অথচ আমাদের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। উপদেষ্টাদের কাছ থেকে ওহি আসছে আর পুলিশ তা বাস্তবায়ন করছে। দেশ শেখ হাসিনার আমলের চেয়েও খারাপ অবস্থার দিকে যাচ্ছে।’

মোস্তাফিজার রহমান বলেন, ‘জাতিসংঘ থেকে দেশে সৈন্য ফেরত পাঠানো হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আজ চারদিকে আগুন সন্ত্রাস। বিমানবন্দর, ট্রেন, মিরপুরে আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। অগ্নিকাণ্ডের মাধ্যমে আমাদের দুর্বল রাষ্ট্রের অর্থনীতি আরও দুর্বল করে দিতে ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়েছে। এমনটা চলতে থাকলে সোনার বাংলাদশে আর থাকবে না।’

আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম ও সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *