October 24, 2025
1-18

বিভিন্ন মামলায় পলাতক আসামিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পলাতক আসামি বলতে কী বোঝাচ্ছেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আদালত যখন কোনো মামলায় আসামিকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন, কিন্তু আসামি হাজির হন না এবং পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের পরও আসামি উপস্থিত হন না, তখন আদালত তাকে পলাতক ঘোষণা করেন। বিচার চলাকালীন আসামি পলাতক হন বলে তিনি মন্তব্য করেন।

এর আগে এদিন তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না, এটিও গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫-এ যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *