October 25, 2025
d38738b491ce153157cd8da1abe4a2f1cd9fb9aacf09b3b7

ভারতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে অদ্ভুত এক সমস্যার পড়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। হোটেলে তারা ডিনার করছিলেন, এমন সময় ডাইনিং টেবিলের পাশ হঠাৎ একটি ইঁদুর দৌড়ে যায়। তা দেখে রীতিমতো আঁতকে উঠেন এলিসি পেরি, অ্যালিসা হিলিরা। আতঙ্কে তারা ছোটাছুটি শুরু করেন

সম্প্রতি ভারতের বিশাখাপত্তনমের টিম হোটেলের ডাইনিং হলে ঘটেছে এমন ঘটনা। বর্তমানে অস্ট্রেলিয়া নারী দল আছে ইন্দোরে। সেখানে তারা শনিবার (২৫ অক্টোবর) প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে

সংবাদমাধ্যমে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা যখন হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন, ঠিক তখনই তাদের ডাইনিং টেবিলের পাশ দিয়ে একটি ইঁদুর চলে যায়। এমন দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার করে ওঠেন কয়েকজন ক্রিকেটার। আবার কেউ কেউ ইঁদুরের ভয়ে চেয়ারের ওপরে উঠে বসেন।

হোটেলের কর্মীরা দ্রুত সেখানে ছুটে গিয়ে ইঁদুর ধরার চেষ্টা করেন। কিন্তু ইঁদুরটি এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। ফলে পুরো ডাইনিং হলে তৈরি হয় বিশৃঙ্খলা।

ঘটনাটি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে একটি ভিডিও শেয়ার করে, যেখানে নারী ক্রিকেটাররা হাসতে হাসতে ঘটনার বর্ণনা দেন।

কিম গার্থ বলেন, ‘আমরা তখন খাবার শেষ করে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ ইঁদুরটা দেখা দিল। আমরা ভেবেছিলাম ওটা চলে গেছে। কিন্তু ও আবার ফিরে এল। আর তখন সবাই একসঙ্গে চিৎকার করে উঠল।’ এ ঘটনায় ভারতের হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *