October 25, 2025
image_234741_1761338380

ব্রাজিলের ফুটবল অঙ্গনে নেমেছে শোকের ছায়া। মাত্র ২০ বছর বয়সেই এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ ফুটবলার অ্যান্টনি ইলানো। সোমবার (২০ অক্টোবর) নিজ শহর পিয়াউই অঞ্চলে বাবার জন্মদিন উদ্‌যাপন করতে ফেরার পথে মোটরসাইকেল চালাতে গিয়ে এক গরুর সঙ্গে ধাক্কা খেয়ে মারা যান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম Meio News-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে আভেনিদা ফ্রান্সিসকো রাউলিনো সড়কে, যেখানে সংঘর্ষের পর ঘটনাস্থলেই প্রাণ হারান ইলানো। উদ্ধারকর্মীরা তাকে অচেতন অবস্থায় পান। সাদা রঙের এক গরুর গায়ে রক্তের দাগও দেখা যায়, যা দুর্ঘটনার ভয়াবহতা আরও স্পষ্ট করে তোলে।

অ্যান্টনি ইলানো, ব্রাজিলের আলতোস শহরের সন্তান, ছিলেন দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ স্ট্রাইকারদের একজন। তিনি যুব পর্যায়ে একাধিক রাজ্য চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন এবং পরবর্তীতে ফ্লুমিনেন্সে এস্পোর্তে ক্লুব দো পিয়াউই, আসোসিয়াসাও আতলেতিকা দে আলতোস, এবং পিয়াউই এস্পোর্তে ক্লুব—এই তিনটি ক্লাবে পেশাদার ফুটবল খেলেছেন।

তার বর্তমান ক্লাব পিয়াউই এস্পোর্তে ক্লুব সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় জানিয়েছে,“আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় আমাদের স্ট্রাইকার অ্যান্টনি ইলানোর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাবের সব কার্যক্রম আজ স্থগিত রাখা হয়েছে।”

পরে ক্লাবের খেলোয়াড়রা ইলানোর জার্সি হাতে ও ব্যানার উঁচিয়ে তার স্মরণে একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলে—যেখানে লেখা ছিল, ‘তুমি নেই, কিন্তু তোমার শক্তি আমাদের সঙ্গেই থাকবে। আজ ও সর্বদা, ইলানো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *