October 26, 2025
amir-68fcfe5aadaab

আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়ন করবে বিএনপি।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বর্তমান সরকারকে দ্রুতই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চলে যেতে হবে। আইনের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করা উচিত। এ সময়, আলোচনা ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে, ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, আরপিও সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে বিএনপি।

তিনি আরও বলেন, অতীতের সব নির্বাচনের মতই ধানের শীষ প্রতীকে জোটের শরীক দলগুলো ভোট করবে। সেইসাথে, পিআর নিয়ে জামায়াত যা বলছে তা অবাস্তব উল্লেখ করে বলেন, দুই একজন উপদেষ্টার কার্যক্রমে বিএনপি হতাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *