October 26, 2025
image_234988_1761405381

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেক রাজনৈতিক দল নানা রকম কথা বলে। কেউ বলেন, তারা নাকি মানুষকে জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতের হুরপরি পাইয়ে দেবেন; কত অদ্ভূত সব প্রতিশ্রুতি দেন, শুধু ভোট পাওয়ার আশায়। এই যে মিথ্যাচার আর ভণ্ডামি শেখ হাসিনা ঠিক তেমনই করেছেন।’

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ও তার মন্ত্রীরা জনগণের টাকা লুট করেছেন। জনগণের ঘামঝরা টাকায় বিদ্যুৎ, পদ্মা সেতু, অবকাঠামো—সবখানেই চলেছে লোপাট আর হরিলুট। তার মেয়ে, ছেলে, ভাগ্নি, ভাগিনা—সবাই লন্ডনে আরামে-আয়েশে বাস করছে। শেখ হাসিনা তাদের জন্যই এসব ব্যবস্থা করে রেখেছেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বাড়ি ধানমন্ডিতে, শেখ রেহানারও বাড়ি রয়েছে। তারপরও ৬০ কাঠা জমি পূর্বাচলে। কার নামে? শেখ হাসিনার ছেলেমেয়ের নামে, শেখ রেহানার ছেলেমেয়ের নামে। একের পর এক সম্পত্তি। এমনকি শেখ হাসিনার এক ভাগ্নি ইংল্যান্ডের নাগরিক, সেখানে এমপি পদেও আছেন। তাহলে তার এত সম্পত্তি বাংলাদেশে কেন? ইংল্যান্ডে তো রাজনীতিবিদদের জবাবদিহি করতে হয়। এই বিষয়টি এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও উঠে এসেছে, আর তা নিয়ে সরকারজুড়ে টানাপড়েন চলছে।’

তিনি দাবি করে বলেন, ‘শেখ হাসিনা এখন নানা কৌশলে দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছেন। এমনকি পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় নাশকতার ইঙ্গিতও রয়েছে—এমন প্রশ্ন জনগণের মনে জেগেছে।’

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘একদিকে শেখ হাসিনা শান্তির কথা বলেন, আর অন্যদিকে দেশে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। মিরপুরে রাসায়নিক গুদাম পুড়ে ১৬ জন মারা গেল, তার দুদিন পর এয়ারপোর্টে আগুন, তারপর লঞ্চে আগুন, আবার চট্টগ্রামের বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ড—এটা কি কাকতালীয়? না, এর পেছনে নিশ্চয়ই একটি ষড়যন্ত্র আছে।’

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলের অসহায় পরিবার, শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন এবং নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন তাদের পাশে দাঁড়াতে। তার নেতৃত্বে বিএনপি আজ মানবহিতৈষী ও সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে সারা দেশজুড়ে।

সংগঠনের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *