October 26, 2025
জি

মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব নেওয়ায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব বাতিল হয়ে গেছে। দেশটির আইন অনুযায়ী, ‘কোনো মালাগাসি অন্য দেশের নাগরিকত্ব নিলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।’

এর আগে, সম্প্রতি মাদাগাস্কারের জেন-জিরা বিদ্যুৎ বিভ্রাট ও পানি সমস্যার সমাধানের দাবিতে বিক্ষোভে নামে। যা পরবর্তীতে দুর্নীতি বিরোধী বিক্ষোভে পরিণত হয়। এছাড়া নিতপণ্যে দাম বৃদ্ধির বিরুদ্ধেও সোচ্চার হয় তারা। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আন্দ্রির পদত্যাগের দাবি করতে থাকেন। আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ অক্টোবর ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান আন্দ্রি রাজোলিনা। সাবেক এই প্রেসিডেন্ট দেশ ছাড়ার একদিন পর মাদাগাস্কারের সেনাবাহিনী ক্ষমতা দখলের ঘোষণা দেয়।

৫১ বছর বয়সী আন্দ্রি রাজোলিনা দেশ ছাড়ার পর আড়ালে চলে যান। তাকে ফরাসি বিমানবাহিনীর একটি বিমান ফ্রান্সে নিয়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে তিনি কোথায় আছেন, এটি এখনো অজানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *