October 26, 2025
1761410369_cd91b7e1f24a9d446b43-68fd4ba06d642

পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন রংপুরের প্রাইম মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষার্থী মুবাশশির শাহরিয়ার মারুফ (২৪)। আজ শনিবার (২৫ অক্টোবর) দুপুরে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগজনিত জটিলতার কথা উল্লেখ করেছেন চিকিৎসকরা।

মুবাশশির শাহরিয়ার মারুফ প্রতিষ্ঠানটির চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। মারুফের সহপাঠীরা তার মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সহপাঠীরা জানিয়েছেন, আজ প্রাইম মেডিকেল কলেজে চতুর্থ বর্ষের মাইক্রোবায়োলজি বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ছাত্রাবাসে ফেরার পরই মারুফ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

মারুফের মৃত্যুর বিষয়টি জানিয়ে তার সহপাঠী যুবায়ের শায়খ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধু মুবাশশির মারুফ আর নেই। আমি সম্পূর্ণ স্তব্ধ, জীবন কতটা অনিশ্চিত! আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ফারহাদুল ইসলাম চৌধুরী লিখেছেন, ‘যে কয়টা ছেলে মেডিকেল লাইফে আসা থেকে সবসময় পরামর্শের জন্য নক করবে, তাদের মধ্যে এই একটা ছেলেকে সবসময় পেয়েছি। অন্যরকম ফোবিয়া নিয়ে থাকতো…। কে জানত এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে! আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমিন।’

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসএসডিএফ) প্রাইম মেডিকেল ইউনিটের সাধারণ সম্পাদক সিবগাতুল ইসলাম বলেন, ‘এমন বেদনাদায়ক মৃত্যু মেনে নেওয়া সত্যিই অত্যন্ত কঠিন। তার অকাল মৃত্যু প্রাইম মেডিকেল কলেজ ও তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *