October 28, 2025
image_235009_1761412966

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

জনসভার শুরুতে কর্মীরা ফুল ও টাকার মালা পরিয়ে দেন কামরুজ্জামান কামরুলকে। এ সময় একটি মালায় ১০ লাখ টাকার একটি চেকও দেখা যায়, যা কর্মীরা তাকে উপহার হিসেবে দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার সাচনাবাজারে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ঘটনাটি ঘটে।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কামরুল বলেন, ৩০ বছর যাবৎ মানুষের জন্য রাজনীতি করছি। ৯০ দশকে ছাত্রদলের সভাপতি থাকাকালীন সময়ে আমার নামে ২৭টি রাজনৈতিক মামলা ছিল। মামলা, হামলা ও হুলিয়ার মধ্য দিয়েই আমি মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। মামলার আসামি হয়েও আমি কর্মীদের সঙ্গে রাজপথে থেকেছি।

তিনি আরও বলেন, আমার কোনো লবি বা অর্থ নেই— জনগণই আমার শক্তি। আজকে যে কর্মী ১০ লাখ টাকার চেক দিয়েছেন, তাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা ৭ জন ধানের শীষের জন্য কাজ করছি। কথা দিচ্ছি, যিনি ধানের শীষের মনোনয়ন পাবেন, সবাই মিলে কাজ করে এ আসন বেগম খালেদা জিয়াকে উপহার দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *