October 30, 2025
tbn24-20251026112831-754-BeFunky-collage (10)

ঘটনাস্থলে গুলিবর্ষণের সময় ফুটবল খেলার পর হোমকামিং উদ্‌যাপন চলছিল।

পেনসিলভানিয়ার লিংকন ইউনিভার্সিটিতে শনিবার ভয়াবহ বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

চেস্টার কাউন্টির ডিসট্রিক্ট অ্যাটর্নি ক্রিস দে বারেনা-সারোব রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারের বাইরে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। এসময় সেখানে ফুটবল খেলার পর হোমকামিং উদ্‌যাপন চলছিল।

বারেনা-সারোব বলেন, ঘটনাস্থল বিশৃঙ্খল অবস্থায় ছিল এবং গুলি চলার সময় মানুষ চারদিকে ছুটে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার কাছে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে সম্ভবত আরও একজন বন্দুকধারী থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।

ডিসট্রিক্ট অ্যাটর্নি জানান, এটি পরিকল্পিত কোনো গণগুলিবর্ষণের ঘটনা নয় বলে ধারণা পুলিশের।

সামাজিক মাধ্যমে রবিবার ভোরে দেওয়া এক প্রাথমিক বিবৃতিতে চেস্টার কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নির অফিস জানায়, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো লিংকন ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় তদন্ত করছে এবং সাতজন গুলিবিদ্ধ ব্যক্তিকে শনাক্ত করেছে।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক্স দেওয়া এক পোস্টে জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন

ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসেবে পরিচিত লিংকন ইউনিভার্সিটি পেনসিলভানিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *