October 30, 2025
image_235313_1761509270

‘শাপলা প্রতীক কোনো দলকে দেওয়া হবে না এবং দেওয়া হলে সেটি নাগরিক ঐক্যকেই দিতে হবে।’ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন।

রোববার রাতে সিইসির বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রতিক্রিয়ায় সামান্তা শারমিন বলেন, সিইসি বলেছেন কনসেনশাস ছাড়া সিদ্ধান্ত নেন না কিন্তু কন্সেনশান কমিশন চলাকালীন কিভাবে তারা জাতীয় ঐকমত্যকে পাশ কাটিয়ে যেতে পারেন তা বোধগম্য নয়। নাগরিক ঐক্য দল হিসেবে শাপলা প্রতীক পাওয়ার জন্য যথেষ্ট কমিটমেন্ট দেখাননি। ১৫ দিন আগের কোনো মিটিংকে আলোচনায় তোলা মানে নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য অন্য কোনো পক্ষের ওপর দায় চাপানো।

তিনি আরও বলেন, এই ইসি লেভেল প্লেয়িং ফিল্ড তো পরের কথা কোনোভাবেই ন্যূনতম সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পারঙ্গম নয়। দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সব নিরপেক্ষতা হারিয়েছে।

এর আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আইনি জটিলতা আছে। আমরা চাইলেও এটা দিতে পারছি না। এছাড়া শাপলা প্রতীকের প্রথম দাবিদার নাগরিক ঐক্য। তাদের একটি প্রতিনিধি দল ১০-১৫ দিন আগেও আমার সঙ্গে দেখা করে শাপলা প্রতীকের দাবি জানিয়ে গেছে। সুতরাং নিয়ম অনুযায়ী শাপলা বরাদ্দ দেওয়া হলে তারাই পাবে। কেননা তারা প্রথম আবেদনকারী এবং নিবন্ধিত দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *