October 29, 2025
image_235304_1761502107

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

ডাকসুর ভিপি তার বক্তব্যে শেরে বাংলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, লাহোর প্রস্তাবের মাধ্যমে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির পথ প্রদর্শন, জমিদারি প্রথা উচ্ছেদে ভূমিকা, ঔপনিবেশিক শোষনে পিছিয়ে পড়া মুসলমান সমাজ তথা নিপীড়িত ও বঞ্চিত বাংলার মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বাধীনতার প্রেরণা সৃষ্টি, কলকাতার জমিদার শ্রেণীর আধিপত্যের বিরুদ্ধে তার উঁচু শির এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে তার ভূমিকা শেরে বাংলা এ কে ফজলুল হককে আমাদের মাঝে অমর করে রেখেছে।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, ফজলুল হক হল সংসদের ভিপি খন্দকার মোঃ আবু নাঈম, ফজলুল হক মুসলিম হলের হাউজ টিউটর জহির রায়হান, সলিমুল্লাহ মুসলিম হল সংসদের ভিপি জায়েদুল হক, শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক, ফজলুল হক মুসলিম হলের জিএস ইমামুল হাসান, ড. মুহম্মদ শহিদুল্লাহ্ হল সংসদের জিএস তাওকির হাসানসহ ফজলুল হক মুসলিম হল সংসদের নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *