এর আগে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে তার দেশ।
কানাডার ওপর অ্যামেরিকার বিদ্যমান শুল্ক আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
অটোয়ার সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য আলোচনা সমাপ্তির ঠিক দুই দিন পর শনিবার ট্রাম্প এ ঘোষণা দেন বলে জানায় রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে শুল্ক বাড়ানোর ঘোষণাটি দেন রিপাবলিকান প্রেসিডেন্ট।
পোস্টে একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করেন ট্রাম্প। কানাডার অন্টারিও প্রদেশে প্রদর্শিত ওই বিজ্ঞাপনে রিপাবলিকান আইকন রোনাল্ড রিগ্যানকে বলতে শোনা যায়, শুল্ক বাণিজ্য যুদ্ধ বাধানোর পাশাপাশি অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে।
এর আগে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, অ্যামেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে তার দেশ।
শুল্কের হার বাড়ানো নিয়ে অ্যামেরিকার কমার্স ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস ও কার্নির অফিসের কাছে মন্তব্য চেয়ে তাৎক্ষণিকভাবে পায়নি রয়টার্স।
