‘নিউ ইয়র্ক ইজ নট ফর সেল’ স্লোগানে প্রকম্পিত হয়ে কুইন্সের ওঠে ফরেস্ট হিল স্টেডিয়াম।
সেনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেসওম্যান অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কর্টেয নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোরান মামদানির পক্ষে সমর্থন ঘোষণা করেছেন। কুইন্সের ফরেস্ট হিলস স্টেডিয়ামে রবিবার আয়োজিত ‘নিউ ইয়র্ক ইজ নট ফর সেল’ শীর্ষক সমাবেশে তারা এ সমর্থন জানান।
এ ঘোষণার পর প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে। বক্তৃতায় স্যান্ডার্স বলেন, মামদানির বিজয় শুধু নিউ ইয়র্ক নয়, গোটা বিশ্বেই অনুপ্রেরণা জোগাবে।
‘নিউ ইয়র্ক ইজ নট ফর সেল’ স্লোগানে প্রকম্পিত হয়ে কুইন্সের ওঠে ফরেস্ট হিল স্টেডিয়াম। মেয়র প্রার্থী জোরান মামদানির শেষ নির্বাচনি সমাবেশে সমর্থক ও ভোটাররা এভাবেই গ্যালারি মাতিয়ে রাখেন।
সমাবেশে মামদানি বলেন, অলিগার্কদের কারণে নিউ ইয়র্ক আরো ব্যয়বহুল শহরে পরিণত হচ্ছে। এর ফলে সীমিত আয়ের বাসিন্দাদের জীবন আরো কোণঠাসা হয়ে পড়ছে।
এসময় নাগরিক অধিকার মর্যাদার সাথে ফিরিয়ে আনতে তিনি শিশুযত্ন, সাশ্রয়ী বাড়িভাড়া, বিনামূল্যে দ্রুতগতির বাস এবং সাবওয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি।
সিটি মেয়র নির্বাচনের জন্য ৯০ হাজার ভলান্টিয়ার মামদানিকে সহায়তা করছেন। এজন্য বাড়ি বাড়ি গিয়ে সমর্থৃকদের কাছে ভোট চাইছেন। তারপরও, শেষ মুহূর্তে এসে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দুর্বল না ভেবে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার গুরুত্ব দিয়েছেন সেনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেসওম্যান আলেক্সান্ড্রিয়া ওকাশিও-কর্টেয।
আগামী ৪ নভেম্বর ভোটের চূড়ান্ত দিন সামনে রেখে আগাম ভোট দেয়া যাবে ২ নভেম্বর পর্যন্ত। তাই, ভোটারদের ভোট দেয়ার মাধ্যমে নিউ ইয়র্ক সিটিকে আরো বাসযোগ্য করতে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা।
