October 28, 2025
1000226522-scaled

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। এতে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম উপস্থিত ছিলেন।

অভিযানকালে বাজারের বিভিন্ন বেকারি ও মাংসের দোকান পরিদর্শন করা হয়। পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে জনপ্রিয় বেকারিকে ৩০ হাজার টাকা, সুইট ক্যান্ডিকে ৫ হাজার টাকা ও চারজন মাংস ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। জনস্বার্থে ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *