October 28, 2025
3-5

পাকিস্তানের ছোট পর্দায় অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম। অভিনয় দক্ষতা, রূপ ও গ্ল্যামারে কোটি ভক্তের মন জয় করা এই তারকা এবার আলোচনায় এসেছেন এক খোলামেলা স্বীকারোক্তি ঘিরে।

সম্প্রতি এক টকশোতে অতিথি হয়ে এসে দুরেফিশান এমন এক ঘটনা শেয়ার করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অভিনেত্রী নিদা ইয়াসিরের রমজান বিষয়ক শো ‘শান-এ-সুহুর’-এ অতিথি হয়ে এসেছিলেন দুরেফিশান।

সেখানেই দুরেফিশান জানান, একবার একটি অভিজাত পাঁচ তারকা হোটেল থেকে তিনি ‘জায়নামাজ’ (নামাজের পাটি) চুরি করেছিলেন। দুরেফিশানের এই স্বীকারোক্তি হতবাক করে দেয় অনুষ্ঠানের সঞ্চালক নিদা ইয়াসির এবং সহ-অতিথি মিকায়েল জুলফিকারকে।

সেই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, দুরেফিশান হাসতে হাসতে এই ঘটনা বলে। অভিনেত্রী সেই অনুষ্ঠানে বলেন, ‘আমি একবার একটি বড় হোটেল থেকে একটি জায়নামাজ চুরি করেছিলাম, কারণ এটি খুবই নরম এবং দারুণ ছিল।

তার কথা শুনে দর্শক-শ্রোতারা হেসে উঠলে অভিনেতা মিকায়েল জুলফিকার অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘নামাজের পাটি চুরি করতে কি আপনার লজ্জা লাগেনি?’

এর জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হলো, যেহেতু এটি আমি নামাজ পড়ার জন্য ব্যবহার করব তাই আল্লাহ হয়তো আমার এই কাজটি ধরবেন না।’

দুরেফিশানের এমন মন্তব্যের পর রসিকতা ধরে রাখতে পারেননি অভিনেতা মিকায়েল। তিনি সঙ্গে সঙ্গে পাল্টা কৌতুক করে বলেন, ‘তাহলে তো মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে, তাদেরও মাফ হয়ে যাওয়া উচিত।’

তবে নেটিজেনদের অনেকে এই ঘটনাকে রসিকতা হিসেবে গ্রহণ করলেও, কেউ কেউ এ নিয়ে আলোচনা ও সমালোচনায় যুক্ত হয়েছেন। অনেকেই দুরেফিশানের রসবোধ ও সরলতার প্রশংসা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *