‘আপনি জাস্ট ওয়েট করতে হবে ইনলাইন। কারণ হচ্ছে এতগুলা চেক। একটা হচ্ছে যে, আপনার স্টেইটে এগুলা প্রসেস করা, মেইল করা। আরেকটা হচ্ছে আপনার এলাকার যেই ইউএসপিএস সিস্টেম আছে, তাদের ক্যাপাসিটি, এটা আপনার বাসায় পৌঁছানো।’
নিউ ইয়র্ক স্টেইটের পক্ষ থেকে ৪০০ ডলারের যে ইনফ্লেশন রিফান্ড চেক দেওয়া হচ্ছে, তা হাতে পাননি অনেকে। তাদের করণীয় সংক্রান্ত একটি প্রশ্নের উত্তর টিবিএন অ্যানালাইসিসের সঞ্চালক রানা আহমেদকে দিয়েছেন নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান চিশতী অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেসের সিপিএ মোহাম্মদ চিশতী।
টিবিএন: ইনফ্লেশন রিফান্ড চেকের প্রথম দফার চেক প্রণয়ন শেষ হয়েছে, যেটা আমি বললাম, কিন্তু এখনও অনেকেই এই চেক পাচ্ছেন না বা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। কেউ কেউ বলছেন, আমার চেকটি কোথায়? যারা এখনও চেক পাননি, তাদের করণীয় কী বা তাদের কী করা প্রয়োজন বা এই রিফান্ড চেক সম্পর্কে সর্বশেষ আপডেট আপনার কাছে কী আছে?
মোহাম্মদ চিশতী: অনেক ধন্যবাদ, রানা ভাই। আমি খুব মনোযোগ দিয়ে আপনার কথা শুনছিলাম। এখন যেটা হচ্ছে যে, আমরা লাস্ট এপিসোডে যখন কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে, অলমোস্ট ৮২ লাখ মানুষ, রাইট? এইট পয়েন্ট টু মিলিয়ন।
তো প্রতিদিন ২০০ হাজারের (দুই লাখ) মতো চেক করে প্রসেস করতেছিল। ২০০ হাজার করে যদি প্রসেস করে, তাও কিন্তু আপনার ৪০ দিনের বেশি সময় লাগবে; ৪২ দিন সময় লাগবে।
তো ৪২ দিনের মধ্যে আবার উইকেন্ড আছে। ওইটা যদি কাউন্ট করি আমরা, এক মাস অলরেডি হয়ে গিয়েছে যে, ২৬ তারিখ (সেপ্টেম্বর) থেকে প্রসেস করা শুরু করছে। এর্ মধ্যে চারটা উইকেন্ড যদি বাদ দিই, ২০ দিন গেছে।
এনাদার কিন্তু আরও ২০ দিন। মানে আরও এক থেকে দেড় মাস চেকগুলা প্রসেস করবে এবং পাঠাবে। রাইট? তো অনেকেই যারা পান নাই, তাদের হতাশ হওয়ার মতো যে কিছু আছে, আমি বলব না।
আপনি জাস্ট ওয়েট করতে হবে ইনলাইন। কারণ হচ্ছে এতগুলা চেক। একটা হচ্ছে যে, আপনার স্টেইটে এগুলা প্রসেস করা, মেইল করা। আরেকটা হচ্ছে আপনার এলাকার যেই ইউএসপিএস সিস্টেম আছে, তাদের ক্যাপাসিটি, এটা আপনার বাসায় পৌঁছানো।
ওইটায় একটু টাইম ডেফিনিটলি লাগবে। রাইট? তারপরও যারা এখনও ওয়েট করতেছেন, তাদের জন্য কয়েকটা ব্যাপার, যেটা আপনাদের মাথায় রাখা উচিত। ওইটা নিয়ে আমি কথা বলি।
প্রথম হচ্ছে মেইলিং চেক যেটা নিউ ইয়র্ক স্টেইট করেছে, সেটা কিন্তু নট বেইজড অন ইউর জিপ কোড অর নট বেইজড অন ইউর এরিয়া। রাইট? তো অনেকটা র্যান্ডমলি এটা পাঠাচ্ছে। রাইট?
তো এই রকম হইতে পারে আপনার নেইবার চেক পেয়ে গিয়েছে, বাট আপনি এখনও পান নাই অথবা আপনার ছেলে পেয়ে গিয়েছে বা আপনার ফ্যামিলি মেম্বাররা পেয়ে গিয়েছে; আপনি পান নাই।
এমনও হতে পারে যে, আপনারা একই সাথে ট্যাক্স ফাইল করছেন। কখন ট্যাক্স ফাইল করলেন, এটার সাথে কিন্তু এটা রিলেটেড না।
আপনার লোকেশনের ওপর বেইজ করে দিচ্ছে না। এইটা মাথায় রাইখেন। তাহলে আপনার হয়তো একটু হতাশাটা কমবে যে, কেন পেলাম না।
