October 28, 2025
সারজিস-10

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ওমর ফারুকের বাগবিতণ্ডা হয়েছে। এ সময় মঞ্চে সারজিস আলমের সঙ্গে থাকা ব্যক্তিদের ছাত্রলীগ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী বলে অভিযোগ করেন ওমর ফারুক।

আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিটি ড্রিম কনভেনশন সেন্টারে এনসিপির সমন্বয় সভায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সভার শেষ পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সাবেক সমন্বয়ক ওমর ফারুক সভাস্থলে সারজিস আলমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এ সময় ওমর ফারুক সারজিস আলমের উদ্দেশে বলেন, ‘ছাত্রলীগের নেতা আপনার পেছনে কেন? এ সময় সারজিস আলম বলেন, ‘এখানে ছাত্রলীগকে দেখাতে বলা হয় নাই তো। এরপর ওমর ফারুক বলেন, ‘এই মঞ্চে জামায়াতের লোক কেন?’ এই প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, ‘জামায়াতের লোক এনসিপিতে আসতে পারে না?’ এ সময় ওমর ফারুক বলেন, ‘এখানে দালাল রয়েছে।’

এরপর ওমর ফারুকের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনার সমস্যা রয়েছে।’ পরে ওমর ফারুককে নিয়ে মঞ্চের একপাশে চলে যান সারজিস আলম।

এনসিপির মানিকগঞ্জ জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ মাহফুজ বলেন, ‘ওমর এনসিপির কেউ না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *