October 29, 2025
image_235919_1761673962

ইংল্যান্ড ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন পেয়েছেন ইংল্যান্ডের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা—নাইটহুড। উইন্ডসর ক্যাসেলে রাজকন্যা প্রিন্সেস অ্যান তার হাতে এই সম্মাননা তুলে দেন।

৪৩ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের গর্ব হয়ে আছেন। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে তিনি এখন পর্যন্ত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি—তার ওপরে কেবল শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৮০০) ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮)।

অ্যান্ডারসনকে এই সম্মাননা দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগ-পরবর্তী সম্মাননা তালিকা অনুসারে, ইংল্যান্ড ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে।

দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যান্ডারসন শুধু ইংল্যান্ডের নয়, বিশ্ব ক্রিকেটেরই এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন। ২০২৪ সালের জুলাইয়ে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তবে এখনো খেলছেন নিজের শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে।

জানা গেছে, তিনি বর্তমানে ক্লাবটির সঙ্গে ২০২৬ মৌসুম পর্যন্ত এক বছরের নতুন চুক্তির আলোচনায় আছেন, যা তাকে ৪৪ বছর বয়স পার করেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে রাখবে।

একজন নিখুঁত সুইং বোলার, একনিষ্ঠ পেশাদার এবং ব্রিটিশ ক্রিকেটের জীবন্ত ইতিহাস—জেমস অ্যান্ডারসনের এই নাইটহুড তাই শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ইংল্যান্ড ক্রিকেটের জন্য এক গর্বের অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *