‘যদি আপনি ইউএস সিটিজেনশিপের জন্য ফাইল করে থাকেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন এবং আপনি যেই হন না কেন, আপনার ডিপোর্টেবল অফেন্স আছে, অর্থাৎ আপনাকে বের করে দেওয়া/বহিষ্কার করে দেওয়ার মতো আপনি অপরাধ আছে। তাহলে কী হবে?’
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কট্টর অভিবাসন নীতির প্রয়োগ দেখছেন অ্যামেরিকার অভিবাসীরা। গণবিতাড়নের অংশ হিসেবে বিভিন্ন কৌশলে অভিবাসীদের নিজ দেশ বা তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা চলছে। ট্রাম্প প্রশাসনের সংক্ষিপ্ত বার্তায় থাকা তেমন একটি কৌশল নিয়ে টিবিএন ভিউজ অনুষ্ঠানে আলোচনা করেছেন সঞ্চালক হাবিব রহমান।
তথ্যগুলো তার ভাষায় তুলে ধরা হলো টিবিএন পাঠকদের জন্য।
নেক্সট মেমো। এটি আরেকটা নতুন মেমো ফ্রম ইউএসসিআইএস। তারা কী বলছেন?
এই মেমো বলছে, তারা ইমিগ্র্যান্ট যারা আছেন, তাদেরকে রিমুভাল অথবা ডিপোর্টেশনে ফেলবেন। কারা এরা? যদি আপনি ইউএস সিটিজেনকে বিবাহ করে থাকেন, ইউ ম্যারিড টু অ্যা ইউএস সিটিজেন এবং আপনি ফাইল করেছেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, আই-১৩০, রাইট? অ্যান্ড ইট ইজ ডিনাইড।
যদি এটা ডিনাই হয়ে যায়, প্রত্যাখ্যান হয়ে যায়, তাহলে কী হবে এবং ঠিক প্রত্যাখ্যানের সময়, যে সময় ডিনাই করা হলো, আপনার স্ট্যাটাস নেই ধরে নেন। যদি না থাকে, তাহলে আপনাকে সরাসরি রিমুভালে ফেলে দেওয়া হবে। ইউ উইল বি প্লেসড ইন রিমুভাল।
নাউ, এখনকার সময়। এখন থেকে এটা করছেন তারা। ওকে?
দ্যাট’স দ্য নিউ ইমিগ্রেশন পলিসি আন্ডার ট্রাম্প। ওকে?
নাউ আরেকটা জিনিস বুঝতে হবে যে, যেহেতু আপনাকে রিমুভালে ফেলে দিবে, এর অর্থ এই না যে, আপনি ডিপোর্টেড হয়ে যাবেন…ইউ হ্যাভ টু গো থ্রু দ্য রিমুভাল প্রসেস।
ইফ দ্য ইমিগ্রেশন থিংকস, যদি ইমিগ্রেশন অফিসার বা ইউএসআইএস মনে করে…এই ম্যারেজটি ফ্রড, অর্থাৎ ভুয়া, তাহলেও আপনাকে যদি তারা মনে করে আপনি ভালো করেছেন, কিন্তু তারা মনে করছেন এটা সাজানো ম্যারেজ, ভুয়া ম্যারেজ, ফ্রড, তাহলেও আপনাকে রিমুভালে ফেলে দেওয়া হবে।
যদি আপনি ইউএস সিটিজেনশিপের জন্য ফাইল করে থাকেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকেন এবং আপনি যেই হন না কেন, আপনার ডিপোর্টেবল অফেন্স আছে, অর্থাৎ আপনাকে বের করে দেওয়া/বহিষ্কার করে দেওয়ার মতো আপনি অপরাধ আছে। তাহলে কী হবে?
…আপনি কিন্তু আসলে কাগজপত্রের দিক থেকে এলিজিবল ফর সিটিজেনশিপ। ইমিগ্রেশন কী করবে? ইজ গোয়িং টু পোচ ইউর রিমুভাল। ফরগেট অ্যাবাউট ইউর গ্রিন কার্ড, ফরগেট অ্যাবাউট ইউর সিটিজেনশিপ এক্সাম।
আপনি (সিটিজেনশিপ) অপ্লিকেশন সাবমিট করেছেন, কিন্তু আপনার কোনো একটি ক্রাইম আছে, যেটা ডিপোর্টেবল ক্রাইম, আপনাকে ইমিগ্রেশন রিমুভালে ফেলে দিবে। অ্যাগেইন এর অর্থ এই না যে আপনাকে ডিপোর্ট করা হবে।
ইউ হ্যাভ রাইট টু প্রটেস্ট দ্যাট ডিপোর্টেশন কেস। দ্যাট ডিপোর্টেশন কেসে আপনাকে কী করতে হবে? আপনাকে বিট করতে হবে, প্রটেস্ট, মানে, আপনি প্রটেস্ট করতে পারবেন এই ডিপোর্টেশন কেস।
