October 29, 2025
1761671584-16b34a0fae21fda76aa5155931adb183

আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকদের অনেক নির্যাতন ও কারাদণ্ডের মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে জেলা শহরের বাগবাড়ির করিম টাওয়ারে আবুল খায়ের ভূঁইয়া মিডিয়া টিমের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খায়ের ভূঁইয়া বলেন, বিগত সরকারের মহাদুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় সাগর-রুনিকে হত্যা করা হয়েছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আন্দোলন, সংগ্রাম এবং গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ব শর্ত হলো এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়া।
কিন্তু আমরা দেখলাম ক্ষমতা যতই দীর্ঘায়িত হচ্ছে, ততই তাদের ফ্যাসিবাদি চরিত্র, একক আধিপত্য চরিত্র, সকল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা। যারা সত্য কথা প্রকাশ করেছে, তাদের ওপর চরমভাবে আঘাত এসেছে। সেদিন আমরা সাংবাদিকদের পাশে দাঁড়াতে গিয়েও নির্যাতনের শিকার হয়েছি।

সবকিছু নিয়ন্ত্রণ করা হতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ বেপারি, আবদুল করিম ভূঁইয়া মিজান, মাহবুবুল আলম খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *