ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চো কুকাহমাঙ্গা শহরে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ঘটনার সূত্রপাত।
ক্যালিফোর্নিয়ায় কর্তব্যরত পুলিশ দলের সদস্যকে এক ব্যক্তি গুলি করে হত্যার পর সিনেমাটিক গাড়ি ধাওয়ার মধ্য দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে দলে থাকা বাকি পুলিশ।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চো কুকাহমাঙ্গা শহরে ঘটনার সূত্রপাত।
শহরের হলিহক ড্রাইভ এলাকায় এক নারী অস্ত্রধারীর হুমকির শিকার হচ্ছেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সান বার্নারদিনো কাউন্টি শেরিফের কয়েকজন পুলিশ কর্মকর্তা। অভিযান চালানোর সময় সন্দেহভাজনের গুলিতে মারা যান ডেপুটি কর্মকর্তা অ্যান্ড্রু নুনেজ।
পরে হত্যাকারীকে ধরতে গাড়ি নিয়ে ধাওয়া করেন অভিযানে থাকা বাকি কর্মকর্তারা।
সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টায় ঘণ্টায় ১৫০ মাইল গতিবেগে মোটসাইকেল চালাতে শুরু করেন।
এ সময়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একসময় পুলিশের একটি গাড়ি দ্রুত গতিতে চলা মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
মোটরসাইকেল ও তার চালক ছিটকে কিছুটা সামনে পড়ে যায়। এ সময় পুলিশ ওই হত্যাকারীকে গ্রেপ্তার করেন।
শেরিফ কর্তৃপক্ষ জানায়, নিহত পুলিশ কর্মকর্তা নুনেজের স্ত্রী গর্ভবতী।
তিনি দুই বছর বয়সী একজন কন্যা সন্তান রেখে গেছেন। নুনেজ ছয় বছর কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
