সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ইস্ট ওয়ান হানড্রেড টুয়েন্টি ফোরথ সড়ক ও পার্ক অ্যাভিনিউয়ের মধ্যবর্তী ফুটপাতে প্লাস্টিকের ব্যগের ভিতর এক নারীর মরদেহ খুঁজে পায় মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি-এমটিএ।
নিউ ইয়র্ক সিটির ইস্ট হারলেমে ফুটপাতে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ইস্ট ওয়ান হানড্রেড টুয়েন্টি ফোরথ সড়ক ও পার্ক অ্যাভিনিউয়ের মধ্যবর্তী ফুটপাতে প্লাস্টিকের ব্যগের ভিতর এক নারীর মরদেহ খুঁজে পায় মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি-এমটিএ।
পরে তারা এনওয়াইপিডিকে বিষয়টি অবগত করেন।
পুলিশ বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস। পরে ওই নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইএমএস।
নিহত নারীর শরীরে কোনো আঘাত পেয়েছিল কি না তা এখন পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ।
মৃত্যুর কারণ উদঘাটন করতে ময়নাতদন্ত করছে ফরেনসিক বিভাগ।
