October 28, 2025
tbn24-20251028071958-7117-tbn24-20250824205612-7713-nypd car pl

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ইস্ট ওয়ান হানড্রেড টুয়েন্টি ফোরথ সড়ক ও পার্ক অ্যাভিনিউয়ের মধ্যবর্তী ফুটপাতে প্লাস্টিকের ব্যগের ভিতর এক নারীর মরদেহ খুঁজে পায় মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি-এমটিএ।

নিউ ইয়র্ক সিটির ইস্ট হারলেমে ফুটপাতে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।

আইউইটনেস নিউজ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের ইস্ট ওয়ান হানড্রেড টুয়েন্টি ফোরথ সড়ক ও পার্ক অ্যাভিনিউয়ের মধ্যবর্তী ফুটপাতে প্লাস্টিকের ব্যগের ভিতর এক নারীর মরদেহ খুঁজে পায় মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি-এমটিএ।

পরে তারা এনওয়াইপিডিকে বিষয়টি অবগত করেন।

পুলিশ বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস। পরে ওই নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে ইএমএস।

নিহত নারীর শরীরে কোনো আঘাত পেয়েছিল কি না তা এখন পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ।

মৃত্যুর কারণ উদঘাটন করতে ময়নাতদন্ত করছে ফরেনসিক বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *