October 29, 2025
6900db9877374

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ বৃদ্ধির মধ্যে খরচ কমানোর ফলে হাজার হাজার অফিস কর্মী ছাঁটাই করবে ই-কমার্স এবং প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে শুরু হওয়া কঠোর পদক্ষেপে প্রায় ৩০ হাজার পদ ছাঁটাই করা হবে।

এই ছাঁটাই অ্যামাজনের প্রায় ৩ লাখ ৫০হাজার অফিস চাকরির প্রায় ১০ শতাংশ। তবে জানা গেছে, কোম্পানির ১৫ লক্ষাধিক কর্মীর বেশিরভাগই বিতরণ ও গুদাম কর্মী, তাদের ওপর প্রভাব ফেলবে না বলে।

ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এবং অন্যান্য সংবাদমাধ্যম বেনামী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, সিয়াটল-ভিত্তিক অ্যামাজন পরিকল্পিত কাটছাঁট সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর দেয়নি।

সম্ভাব্য খরচ কমানোর পদক্ষেপের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক লেনদেনের দিনটি শেষ হলে অ্যামাজনের শেয়ার কিছুটা বেড়েছে।

অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি কার্যক্রমকে সহজতর করার জন্য এআই-এর অনলাইনে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অফিসগুলোকে আরো দক্ষ করে তোলা পর্যন্ত সম্ভাবনার প্রশংসা করেছেন।

জ্যাসি অ্যামাজনের শেষ ত্রৈমাসিক আয় কলের সময় বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস যে এআই প্রতিটি গ্রাহকের অভিজ্ঞতা বদলে দেবে।’

অ্যামাজন আইএ-তে বিশাল বিনিয়োগের যোগ্যতা দেখানোর জন্য চাপের মধ্যে থাকা টেক টাইটানদের মধ্যে রয়েছে। এটি আগামী বৃহস্পতিবার আয়ের প্রতিবেদন প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *