বরিশাল দায়রা জজ আদালতে হাজিরা দিতে গিয়ে বাকেরগঞ্জের ১১ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন দায়রা জজ ফারুক হোসেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এই আদেশ দেন দায়রা জজ।
জানা গেছে, চলতি বছরের ১৪ জুন নিয়ামতি ইউনিয়নের খাস মহেশপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলাম রাজনৈতিক সহিংসতা, হামলা ও নাশকতার অভিযোগে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় নেতারা দীর্ঘদিন উচ্চ আদালতের মাধ্যমে জামিনে ছিলেন। তবে গতকাল ২৭ অক্টোবর নির্ধারিত তারিখে আদালতে হাজিরা না দেওয়ায়, আজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
কারাগারে পাঠানো নেতাদের তালিকা:
মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক
কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, পৌর যুবলীগ সভাপতি
আবুল কালাম ডাকুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি
বশির উদ্দিন সিকদার, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আশ্রাফুজ্জামান খান খোকন, ভরপাশা ইউনিয়ন ইউপি চেয়ারম্যান
জাহিদুল ইসলাম বাবু, পাদ্রীশিবপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান
হাফিজুল ইসলাম, পৌর যুবলীগ নেতা
সুজন চন্দ্র দেবনাথ, পৌর যুবলীগ নেতা
ডা. হানিফ সিকদার
মামুন, ভরপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য
আসাদুজ্জামান রাজু, কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক
এদিকে, দলীয় নেতাদের কারাগারে পাঠানোর ঘটনায় স্থানীয় আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ আদালতের সিদ্ধান্তকে আইনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বলে দাবি করেছেন।
