‘পাসপোর্টের রুল হচ্ছে যে দিন ইন্টারভিউতে যাবেন, ইউ হ্যাভ টু গো উইথ অ্যা ভ্যালিড পাসপোর্ট।’
পারিবারিক ভিসায় অ্যামেরিকায় নিয়ে আসার জন্য স্ত্রীর জন্য আবেদন করেছেন এক ব্যক্তি। তিনি অপেক্ষা করছেন স্ত্রীর ইন্টারভিউর জন্য, কিন্তু বিপত্তি বেধেছে এক জায়গায়।
বাংলাদেশে অবস্থানরত তার স্ত্রীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন তিনি করবেন, তা টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে ফোনে জানতে চেয়েছেন। সে প্রশ্নের উত্তর দিয়েছেন অতিথি মোহাম্মদ এন. মজুমদার।
দর্শক: আসসালামু আলাইকুম। আমার নাম রোমেল। আমি জ্যামাইকা থেকে বলতেছিলাম। আমার প্রশ্ন হলো যে, আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করেছি। উনার ইন্টারভিউর জন্য আমি ওয়েট করতেছি। তো এখন আমার ওয়াইফের পাসপোর্টের ডেটটা এক্সপায়ার হয়ে গেছে।
তো আমার প্রশ্ন হলো এই যে, এক্সপায়ার হয়ে গেল পাসপোর্টটা, ইন্টারভিউ টাইমে কি আমার ওয়াইফ নিয়ে গেলে হবে নাকি এর আগে কোথাও জমা দিতে হবে?
মজুমদার: পাসপোর্টের রুল হচ্ছে যে দিন ইন্টারভিউতে যাবেন, ইউ হ্যাভ টু গো উইথ অ্যা ভ্যালিড পাসপোর্ট। সো আপনার বিষয়টা যেভাবে পারেন, সেটা বাংলাদেশের বিষয়টা বাংলাদেশে দেখবেন।
রুল হচ্ছে যে দিন আপানার ইমিগ্রেশন ইন্টারভিউ হবে, আপনাকে ভ্যালিড পাসপোর্ট করে নিয়ে যাইতে হবে। ইয়েস।
