October 29, 2025
000000

বিখ্যাত মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসে লেখালেখি বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দেড় শতাধিক কন্ট্রিবিউটর লেখক। ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ভুল ও পক্ষপাতদুষ্টু তথ্য প্রচারের অভিযোগে এক অঙ্গিকারনামায় স্বাক্ষর করেন তারা।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত পত্রিকাটি নিজেদের পক্ষপাতদুষ্টু কভারেজের দায় নিয়ে সত্য তথ্য প্রচার করবে না, ততক্ষণ প্রতিষ্ঠানটিতে নিজেদের কাজ চালিয়ে যাওয়া বর্বরতা অব্যাহত রাখার অনুমতি দেয়ার সমান। চিঠিতে এই মর্মে স্বাক্ষর করেন বেশ কয়েকজন হাই প্রোফাইল অ্যাক্টিভিস্টের পাশাপাশি রিমা হাসান, চেলসি ম্যানিং, স্যালি রুনিসহ বহু প্রভাবশালী রাজনীতিবিদ।

অঙ্গিকারনামায় মোট তিনটি শর্ত উত্থাপন করেন স্বাক্ষরকারীরা। যার মধ্যে, ২০২৩ সালে যুদ্ধ শুরু হওয়ার পর, ভুল শব্দ প্রয়োগ করে হামাস সেনাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার একটি রিপোর্ট প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *