‘এটা ডিপেন্ড করে ডিকিউ-ডকুমেন্টারিলি কোয়ালিফায়েড কত তারিখে হচ্ছে। তো ডকুমেন্টারিলি কোয়ালিফায়েড থেকে বর্তমানে সময় লাগতেছে। অ্যাট লিস্ট থ্রি ইয়ার, যে দিন থেকে ডকুমেন্টারি কোয়ালিফায়েড হইছে।’
অ্যামেরিকায় ফ্যামিলি ভিসায় ডকুমেন্টারিলি কোয়ালিফায়েড-ডিকিউ হওয়ার কত দিন পর ইন্টারভিউর জন্য ডাক পাওয়া যায়, সে সংক্রান্ত একটি প্রশ্ন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে করেছেন একজন দর্শক। তার সে প্রশ্নের উত্তর দিয়েছেন অতিথি মোহাম্মদ এন. মজুমদার।
দর্শক: আমি আদিবা বলছি। আমি ভাই, বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম ২০০৮-এর নভেম্বরে। উনাদের ইন্টারভিউর চিঠি আসছে। আমি সব স্পন্সর এবং সব কাগজপত্র জমা দিয়েছি। এখন উনাদেরকে কত দিন পরে ডাকতে পারে?এটাই আমার প্রশ্ন।
মজুমদার: এটা ডিপেন্ড করে ডিকিউ-ডকুমেন্টারিলি কোয়ালিফায়েড কত তারিখে হচ্ছে। তো ডকুমেন্টারিলি কোয়ালিফায়েড থেকে বর্তমানে সময় লাগতেছে। অ্যাট লিস্ট থ্রি ইয়ার, যে দিন থেকে ডকুমেন্টারি কোয়ালিফায়েড হইছে।
আপনি জেনে নিন কয় তারিখে আপনার ফাইল ডকুমেন্টারি কোয়ালিফায়েড হয়েছে। সেই থেকে তিন বছর।
টিবিএন: তার মানে উনার ইন্টারভিউর ডেট আসতে আরও দুই-তিন বছর অপেক্ষা? নাকি?
মজুমদার: জি।
টিবিএন: সেটা ডিপেন্ড করে পরিস্থিতির ওপর, পরিবেশের ওপরে। অনেকের ভাগ্য ভালো। অনেকের দ্রুত হয়ে যায়। অনেকের ভাগ্য খারাপও হতে পারে। অনেক দেরিতেও হতে পারে। অফিসারের ওপর নির্ভর করে।
