October 30, 2025
tbn24-20251028230039-2080-wole soyinka

আফ্রিকা অঞ্চলের প্রথম লেখক হিসেবে ১৯৮৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী সোয়িংকা মঙ্গলবার এ তথ্য জানান।

নাইজেরীয় লেখক ও নাট্যকার ওলে সোয়িংকার অ্যামেরিকার ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

আফ্রিকা অঞ্চলের প্রথম লেখক হিসেবে ১৯৮৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী সোয়িংকা মঙ্গলবার এ তথ্য জানান।

আল জাজিরা জানায়, নাইজেরিয়ার লাগোসের কোঙ্গি এলাকার হারভেস্ট গ্যালারিতে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় অ্যামেরিকান কনস্যুলেট থেকে সম্প্রতি পাওয়া একটি নোটিশ জোরে পড়ে শোনান সোয়িংকা। সে নোটিশে তাকে পাসপোর্ট নিয়ে কনস্যুলেটে যেতে বলা হয়, যাতে করে তার ভিসা বাতিল করে দেওয়া যায়।

বক্তব্যকালে ল্যাপটপটি বন্ধ করে লেখক মজা করে দর্শক-শ্রোতাদের উদ্দেশে জানান, কনস্যুলেটের অনুরোধ রক্ষার মতো সময় তার হাতে নেই।

‘আমি রসবোধসম্পন্ন লোকজনকে পছন্দ করি এবং এটি (নোটিশ) আমার জীবনে পাওয়া সবচেয়ে রসাত্মক বাক্যগুচ্ছ বা অনুরোধসমষ্টি’, বলেন সোয়িংকা।

‘আমার হয়ে কেউ স্বেচ্ছাসেবী হতে চান? আমার হয়ে এটা নেবেন? আমি একটু ব্যস্ত ও তাড়ার মধ্যে আছি’, যোগ করেন নোবেলজয়ী।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় গত বছর অ্যামেরিকার ভিসা পান ওলে সোয়িংকা। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডনাল্ড ট্রাম্প।

ফের হোয়াইট হাউসে ফেরার পর থেকে অভিবাসন ব্যবস্থায় নানা কঠোর পদক্ষেপকে যুক্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্টের নীতির সঙ্গে কারও অবস্থান সাংঘর্ষিক মনে হলে তার ভিসা বা গ্রিন কার্ড বাতিল হচ্ছে।

সোয়িংকা জানান, ভিসা বাতিল নিয়ে তার মধ্যে হাহাকার নেই, তবে এটি সাহিত্য বা সংস্কৃতিকেন্দ্রিক অনুষ্ঠানে যোগ দিতে অ্যামেরিকায় যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

‘আমি কনস্যুলেট ও সেখানকার অ্যামেরিকানদের আশ্বস্ত করতে চাই যে, ভিসা বাতিলে আমি খুবই পরিতৃপ্ত’, বলেন সোয়িংকা।

সে সময় উগান্ডার সামরিক শাসক ইদি আমিনকে নিয়ে লেখার অভিজ্ঞতা স্মরণ করেন নাইজেরীয় লেখক।

তিনি বলেন, ‘ডনাল্ড ট্রাম্পকে নিয়ে নাটক লেখার এটাই সম্ভবত সময়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *