অভিযুক্তের ওপর নজরদারি, ক্লোজ সার্কিট টেলিভিশন-সিসিটিভি ফুটেজ ও ডিএনএ পরীক্ষার তথ্য প্রমাণের ভিত্তিতে বুকারকে গ্রেপ্তার করে পুলিশ।
লং আইল্যান্ডে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন তরুণকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
অভিযুক্ত ওই তরুণের নাম জাওয়ারেন বুকার। ব্রঙ্কসের একটি এলাকা থেকে মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২৯ বছর বয়সী এ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।
আইউইটনেস নিউজ জানায়,গত ২৪ অক্টোবর সকাল সোয়া ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে হলব্রুক অ্যাপার্টমেন্ট কমপ্লক্সে এ বিকৃত ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী বৃদ্ধার ফ্ল্যাটের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বুকার। পরে বৃদ্ধাকে চেপে ধরে নির্যাতন ও ধর্ষণ করেন।
পরে বুকার পালিয়ে গেলে সঙ্গে সঙ্গে জরুরি নম্বরে কল দেন ভুক্তভোগী।উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
পরে এ ঘটনায় সন্দেহভাজনকে ধরতে তদন্ত শুরু করে এনওয়াইপিডি।
অভিযুক্তের ওপর নজরদারি, ক্লোজ সার্কিট টেলিভিশন-সিসিটিভি ফুটেজ ও ডিএনএ পরীক্ষার তথ্য প্রমাণের ভিত্তিতে বুকারকে গ্রেপ্তার করে পুলিশ।
