October 30, 2025
tbn24-20251030005959-1213-ATM Machine

সুপারমার্কেটের সামনে একটি গাড়ি ও নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ নিয়ে হাজির হন কালো মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি। পরে টেলিহ্যান্ডলারের সাহায্যে মার্কেটের এক অংশ ভেঙে তুলে আনেন এটিএম মেশিন।

এটিএম বুথ থেকে টাকা চুরি কিংবা ডাকাতির ঘটনা নতুন নয়। কিন্তু যদি আস্ত এটিএম মেশিনটি উঠিয়ে নিয়ে পালিয়ে যায় চোরের দল!

সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের মিল্টন কেইন্স শহরে।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, রবিবার মধ্যরাতে শহরের ব্রুকল্যান্ডস স্কয়ারের একটি সুপারমার্কেটে এ আলোচিত চুরির ঘটনা ঘটে।

চুরির সময় দূর থেকে ভিডিও ধারণ করেন একজন প্রত্যক্ষদর্শী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সুপারমার্কেটের সামনে একটি গাড়ি ও নির্মাণযন্ত্র ‘টেলিহ্যান্ডলার’ নিয়ে হাজির হন কালো মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি।

পরে টেলিহ্যান্ডলারের সাহায্যে মার্কেটের এক অংশ ভেঙে তুলে আনেন এটিএম মেশিন। গাড়িতে এটিএম মেশিনটি নিয়ে কয়েক মিনিটের মধ্যেই পালিয়ে যায় চোরের দল।

চুরির খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, এটিএম মেশিনটি সরানোর সময় মার্কেটের ভবনের একপাশ বিধ্বস্ত হয়ে গেছে।

এ ঘটনায় জড়িতদের কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। সন্দেহভাজনদের আটক করতে তদন্ত চালাচ্ছেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *