October 30, 2025
india-1761848877

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য রাজত্বকে চ্যালেঞ্জ জানিয়ে এক রোমাঞ্চকর লড়াইয়ের পর সাতবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল স্বাগতিক ভারত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার দেয়া ৩৩৯ রানের বিশাল লক্ষ্য জেমাইমা রদ্রিগেজের ১২৭ ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে তাড়া করে জিতল ভারত। একদিনের ক্রিকেটে এটি ভারতের সর্বাধিক রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড।

আগামী রোববার (২ নভেম্বর) ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ফলে নারী ওয়ানডে বিশ্বকাপে এবার নতুন এক চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়া সর্বশেষ ২০১৭ সালের বিশ্বকাপের সেমিফাইনালে এই ভারতের কাছেই হেরেছিল। এরপর আট বছর ধরে ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থাকা হিলিদের জয়রথ এবার থামালেন হারমানপ্রীতের দল।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনার ফিবি লিচফিল্ড ও এলিস পেরির ব্যাটে বড় সংগ্রহ পায় তারা। লিচফিল্ডের ঝড়ো ১১৯ এবং পেরির ৭৭ রানের সঙ্গে অ্যাশলে গার্ডনারের ৪৫ বলে ৬৩ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ৩৩৮ রানের বিশাল পুঁজি পায়। ভারতের পক্ষে শ্রী চরণী ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন।

৩৩৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। স্মৃতি মান্ধানা (২৪) ও শেফালি বর্মা (১০) দ্রুত ফিরে গেলে দল চাপে পড়ে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন জেমাইমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌর। আগ্রাসী ব্যাটিং করা হারমানপ্রীত ব্যক্তিগত ৮৯ রানে আউট হলেও, জেমাইমা ১৩৪ বলে ১২৭ রানের অপরাজিত ইনিংসে ভারতকে ফাইনালে তুললেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *