October 30, 2025
69032da792b7d

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের সুস্থতার জন্য সামাজিকমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাউসার।

হাসপাতালের বিছানায় ঘুমন্ত মাহমুদউল্লাহর একটি ছবি বৃহস্পতিবার ফেইসবুক পাতায় পোস্ট করে জান্নাতুল লিখেছেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসে, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু… আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।”

কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন মাহমুদউল্লাহ। পরে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। ৩৯ বছর বয়সী ক্রিকেটার এখন সুস্থতার পথে বলে জানা গেছে বিসিবির মেডিকেল বিভাগ থেকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন মাহমুদউল্লাহ। সবশেষ তাকে দেখা গেছে গত মাসে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে। ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলার পর অবশ্য চোটের কারণে আর মাঠে নামতে পারেননি। এর আগে খেলেছেন এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে। সামনে বিপিএলেও তার খেলার কথা।

বাংলাদেশের হয়ে ৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। নেতৃত্ব দিয়েছেন ৬ টেস্ট ও ৪৩ টি-টোয়েন্টিতে। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ হয় তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *