October 31, 2025
image_236463_1761853087

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার উপজেলার শেওলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমরান আহমদ চৌধুরী বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য চক্রান্ত করছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন। সেজন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যত বড় ষড়যন্ত্রই হোক, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপির কর্ণধার তারেক রহমান দেশে আসছেন। তার নেতৃত্বে দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং ভোটারদের ম্যান্ডেট নিয়ে বিএনপিই সরকার গঠন করবে, ইনশাল্লাহ।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ নেতা বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। নির্বাচনী উৎসবে মেতে উঠতে সবাই প্রস্তুত। ঠিক এ সময়ে পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে কতিপয় গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের লক্ষ্য স্বৈরাচারকে ফিরিয়ে এ দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া।

তিনি বলেন, দেশের মানুষ সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মাটিতে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হবেই।

শেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলশিক্ষক সালেহ আহমদের পরিচালনায় বক্তব্যে রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন খান জাহেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম তাজুল।

আরও বক্তব্য রাখেন- চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুক্তাদির মক্তই, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য এ এইচ তানভীর, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *