২০২৮ সালে প্রেসিডেন্ট পদে বহাল থাকার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন ট্রাম্প। চলতি সপ্তাহের সোমবার ট্রাম্প জানান, যদি সুযোগ থেকে তিনি আবার আসতে চান।
সংবিধানে না থাকলেও বেশ কয়েকবার তৃতীয় মেয়াদে অ্যামেরিকার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
অবশেষে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট দৌড়ে অংশ নেওয়া সম্ভব নয় বলে মেনে নিলেন ট্রাম্প।
এবিসি নিউজ জানায়, বুধবার এয়ারফোর্স ওয়ান ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু যাওয়ার পথে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সর্বোচ্চ সংখ্যক সমর্থক থাকা সত্ত্বেও, সংবিধানে যা পড়েছি সে অনুযায়ী আমি প্রেসিডেন্ট পদে অংশ নিতে পারব না। সুতরাং সামনে কি হয় এখন সেটা দেখব।’
প্রেসিডেন্ট আশাহতের সুরে আরও বলেন, এটা খুব পরিষ্কার, আমি অংশ নিতে পারব না। বিষয়টি খুব খারাপ। কিন্তু আমাদের আরও কয়েকজন যোগ্য ব্যক্তি আছে।’
ট্রাম্পের এ বক্তব্যের আগে মঙ্গলবার হোয়াইট হাউস মুখপাত্র মাইক জনসন মন্তব্য করেন, তিনি ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কোনো পথ খোলা দেখছেন না।
জনসনের এ মন্তব্য সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে প্রসঙ্গ এড়িয়ে যান ট্রাম্প।পরিবর্তে তার বিপুল সংখ্যক সমর্থক রয়েছে বলে উল্লেখ করে আবার দুঃখ প্রকাশ করেন তিনি।
অ্যামেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালে প্রথম নির্বাচিত হন ট্রাম্প। চলতি বছর দ্বিতীয় মেয়াদে আবারও প্রেসিডেন্ট পদে যাত্রা শুরু করেন তিনি।
অ্যামেরিকার সংবিধানের ২২ নম্বর সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি ২ বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না।
তবে বিভিন্ন সময় ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে বহাল থাকার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন ট্রাম্প।
চলতি সপ্তাহের সোমবার ট্রাম্প জানান, যদি সুযোগ থেকে তিনি আবার আসতে চান। কারণ তার সমর্থকের হার এখন সবচেয়ে এগিয়ে।
