October 30, 2025
image_236461_1761848448

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপিকে কোনো দল পরাজিত করতে পারবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে অনেকেই বিএনপির মনোনয়নপ্রত্যাশী। সকলেই বিএনপি ধানের শীষ প্রতীকের জন্যই মাঠে, ঘাটে, উঠান বৈঠক ও জনসভায় ভোট চাইছেন। কেউ অন্য কোনো প্রতীকের জন্য ভোট চাইছেন না। তাহলে কেন আমাদের মধ্যে অনৈক্য থাকবে। আসুন, সকলেই ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সালাউদ্দিন সালুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *