October 31, 2025
image_236536_1761862022

মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকতা পেশাকে আরও দৃঢ় ও শক্তিশালী করতে জাতীয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম ‘টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মুন্সীগঞ্জ (টিএমজেএ) নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে এক সভায় ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

সিনিয়র সাংবাদিক মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এতে সর্বসম্মতিক্রমে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলার জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজলকে সভাপতি ও আরটিভি জেলা প্রতিনিধি শেখ মো. শিমুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি একাত্তর টিভির জেলা প্রতিনিধি জসীম উদ্দিন দেওয়ান ও এশিয়া টিভির জেলা প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, কোষাধ্যক্ষ চ্যানেল এস’র জেলা প্রতিনিধি শাহনাজ হীরা, অনুষ্ঠান সম্পাদক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মাসুদ রানা।

কার্যকরী সদস্যরা হলেন- বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুব আলম লিটন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপু, মানবজমিনের জেলা প্রতিনিধি মো. গোলজার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার ও মুন্সীগঞ্জ সময় সম্পাদক মাঈন উদ্দিন আহম্মেদ সুমন, বাংলাদেশের আলো’র মো. মাসুদ অর্নব।

এছাড়াও ৬ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এর সদস্যরা হলেন- ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. মঞ্জুর মোর্শেদ, সময় টিভি স্টাফ রিপোর্টার ও সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দীন উজ্জ্বল, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি তানভীর হাসান, মাছরাঙা ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি একে আজাদ মুন্না ও দৈনিক আমার দেশ’র জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *