October 30, 2025
69030c387b72d

নিউইয়র্কে উৎসবের আমেজ শুরু হচ্ছে রকফেলার সেন্টারের বিখ্যাত ক্রিসমাস ট্রি আগমনের মধ্য দিয়ে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ট্রি পৌঁছাবে আগামী ৮ নভেম্বর সকালে। সেই দিন থেকেই শুরু হবে নানা রঙের পরিবারিক উৎসব ও শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে হলিডে ওয়ার্কশপ (এফএও অ্যান্ড পীনাটস), যেখানে থাকবে পীনাটস চরিত্রের রঙ করা, স্ক্র্র্যাচ-অফ ক্রাফটস, স্নুপির সঙ্গে দেখা, সান্তাকে চিঠি লেখা এবং উৎসবের স্মারক তৈরির সুযোগ। একই সময়ে সাউথ প্লাজায় আর্ট সানডে উইথ সিনথিয়া টালমাজে কর্মশালায় শিশুরা রঙিন বালু দিয়ে তারকা বানানোর আনন্দ উপভোগ করবে (পূর্ব নিবন্ধন প্রয়োজন)।
দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত চলবে টপ অফ দ্য রক হলিডে সেলিব্রেশন। সেখানে থাকবে স্নুপির বিশেষ উপস্থিতি, শিশুদের বই পাঠ, ব্রডওয়ে শিল্পীদের পরিবেশনা এবং ঋতুভিত্তিক হস্তশিল্পের আয়োজন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দর্শনার্থীরা সান্তা অ্যাট ফাইভ অ্যাকরসে সান্তা ক্লজের সঙ্গে দেখা করতে পারবেন।
ইভেন্টটি অনুষ্ঠিত হবে রকফেলার সেন্টার, নিউইয়র্ক সিটিতে এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। তবে টপ অফ দ্য রক সম্পর্কিত কার্যক্রমে অংশ নিতে আলাদা টিকিট প্রয়োজন।
নিউইয়র্কের উৎসবপ্রেমীদের জন্য এটি বছরের অন্যতম প্রতীক্ষিত মুহূর্ত- শিশুদের হাসি, আলোয় মোড়া প্লাজা আর রকফেলার ট্রির উজ্জ্বল উপস্থিতিতে শহর আবারও জেগে উঠবে উৎসবের জাদুতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *